দেশ

হোস্টেলে স্নানের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় শিমলা থেকে গ্রেফতার ২ যুবক, ৭ দিন বন্ধ ক্লাস

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্রীনিবাসে স্নানের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় হিমাচল প্রদেশ থেকে ২ যবুককে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃত দুই যুবক বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর পরিচত ৷ ওই ছাত্রীকেও গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃত দুই যুবকের মধ্যে একজন ওই ছাত্রীর প্রেমিক ৷ তাঁদের নাম সানি মেহতা এবং রঙ্কজ ভার্মা ৷ রবিবার তাঁদের শিমলা থেকে গ্রেফতার করা হয়েছে ৷ তার পর চণ্ডীগড় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ৷ অন্যদিকে ভিডিয়ো ফাঁস ঘিরে বিতর্ক তৈরি হওয়ার পর আপাতত সাত দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সানি শিমলার রোহরুর বাসিন্দা ৷ তাঁর বয়স ২৩ বছর ৷ সানি শিমলার সানজাউলি কলেজ থেকে কলাবিভাগে স্নাতক পাশ করেছেন ৷ বর্তমানে তাঁর দাদার সঙ্গেই রোহরুতে একটি বেকারিতে চাকরি করেন ৷ অন্য আরেক যুবক রঙ্কজ ভার্মা শিমলার থেগোর বাসিন্দা ৷ তাঁর বয়, ৩১ বছর ৷ তিনি থেগোতে একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ৷ গ্রেফতার হওয়া ছাত্রীর সঙ্গে রঙ্কজেরও যোগাযোগ ছিল বলে জানা গিয়েছে ৷