জেলা

‘পেট্রোপণ্যের দাম কমানো আইওয়াশ’, মোদি সরকারকে কটাক্ষ অধীরের

পেট্রোপণ্যের শুল্ক কমানোর কথা জানিয়েছে কেন্দ্র ৷ যাকে আই ওয়াশ বলে কটাক্ষ করলেন অধীর চৌধুরী ৷ তিনি বললেন, ক্ষত নিরাময় করার চেষ্টা করা হচ্ছে ব্যান্ডেড লাগিয়ে ৷ তাঁর দাবি, অন্যান্য রাজ্যগুলির পথ অনুসরণ করে পশ্চিমবঙ্গ সরকারকেও ভ্যাট কমাতে হবে ৷  বহরমপুরে সাংবাদিক বৈঠক থেকে অধীরবাবু বলেন, তেলের দাম কমিয়ে কেন্দ্র সরকার জনসেবা করছে না ৷ কেন্দ্রের এক্সসাইজ ডিউটির ভাগ রাজ্যও পায় ৷ এক্সসাইজ ডিউটি ছাড়া কেন্দ্র সেস ও সারচার্জ থেকে আয় করে ৷ গত আট বছরে কেন্দ্র এক্সসাইজ ডিউটি থেকে ২৭ লক্ষ কোটি টাকা আয় করেছে ৷ আজ যখন ত্রাহি ত্রাহি শুরু হয়েছে, তখন দাম কমিয়ে ক্ষত নিরাময় করতে ব্যান্ডেড লাগানো হল ৷ আমি চাইব রাজ্য সরকারও ভ্যাট কমাক ৷’’ অন্যদিকে অর্জুনের প্রসঙ্গে অধীর বলেন, ‘‘অমিত শাহ বলেছিলেন, ‘দিদির মত রাজনীতি করো’ ৷ অর্জুনের তৃণমূলে ফেরা তারই অংশ বলে কটাক্ষ করেন অধীর ৷