দেশ

জি-২০র ফাঁকে দিল্লির অক্ষরধাম মন্দিরে ব্রিটেনের প্রধানমন্ত্রী সস্ত্রীক ঋষি সুনাক

ব্রিটেনের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে ইতিহাস গড়েছেন ঋষি সুনাক । ভারতে এসেছেন জি-২০ সম্মেলনে অংশ নিতে। আর তারই ফাঁকে স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে তিনি ঘুরে গেলেন অক্ষরধাম মন্দিরে। জি-২০ সম্মেলনে জমজমাট রাজধানী। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা এখন দিল্লিতে । রবিবার সম্মেলনের দ্বিতীয় তথা শেষ দিন। এদিন রাজঘাটে গান্ধীমূর্তির উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন রাষ্ট্রনেতারা। তারপরই শুরু হয় এদিনের অধিবেশন। আর তারই ফাঁকে সুনাক ও তাঁর স্ত্রীকে দেখা দেল অক্ষরধাম মন্দিরে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরাবরই জানিয়ে দিয়েছেন মনে-প্রাণে তিনি একজন হিন্দু। গত মাসেই কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে মোরারি বাপুর রাম কথা শুনতে গিয়ে তিনি বলেন, তাঁর ধর্মীয় বিশ্বাস একান্তই তাঁর ব্যক্তিগত বিশ্বাস। এবং সেই বিশ্বাস তাঁকে জীবনের প্রতি ক্ষেত্রে পথ দেখায়। অনুষ্ঠান চলাকালীন তাঁকে ‘জয় সিয়া রাম’ ধ্বনি তুলতেও দেখা যায়। গত বছর ইংল্যান্ডের ইসকন মন্দিরে গিয়ে পুজো দিতে দেখা গিয়েছিল তাঁকে। বিভিন্ন সময়েই সেখানকার হিন্দু মন্দিরে যেতে দেখা গিয়েছে সুনাককে।