ড়ি চালানো শেখার সময় দুর্ঘটনা। শিশুকে পিষে দিল এক যুবক। প্রতিবাদে গাড়িতে আগুন। পুলিশকে ঘিরে বিক্ষোভ উত্তেজিত জনতার। উত্তপ্ত জলপাইগুড়ির ময়নাগুড়ির দেবীনগর পাড়া এলাকা। মৃত শিশুটির নাম শুভজিৎ রায়। বাবা, মা-সহ পরিবারের লোকজনের সঙ্গে দেবীনগর পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকতেন। রবিবার সকালে সাইকেল নিয়ে বাড়ির পাশের একটি দোকানে এসেছিল শুভজিৎ। সেসময় ময়নাগুড়ি বেসিকস্কুল ময়দানে গাড়ি চালানো শিখছিলেন অমিতাভ ঘোষ নামে এক যুবক৷ সেসময় হঠাৎই গাড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশুটিকে ধাক্কা মারে। মৃত্যু হয় শিশুটির। অভিযোগ, ঘটনার পর অনেক দেরি করে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রতিবাদে এলাকার বাসিন্দারা বিক্ষোভ দেখান৷ ঘাতক গাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ময়নাগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আপাতত পলাতক অভিযুক্ত।