কলকাতা

মিলল না জামিন, ১৪ দিনের জেল হেফাজত কুন্তল ঘোষের

এদিন কুন্তল ঘোষকে নগর দায়রা আদালতে তোলা হয়েছিল। আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজত দিয়েছে। গত ২০ শে জানুয়ারি গ্রেপ্তার করে ইডি। তাঁর বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে মোটা টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার আদালতে কুন্তলের আইনজীবী তাঁর হয়ে জামিনের আবেদন করেন। এক্ষেত্রে কুন্তলের আইনজীবী যুক্তি দেখান, কুন্তলের বাড়ি তল্লাশি করে কোন টাকা পাওয়া যায়নি। যদিও ইডি আগেই জানিয়েছে, কুন্তলের কাছ থেকে ৩০ কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। পাশাপাশি কুন্তলের বিরুদ্ধে যে ডায়েরী এবং নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি, সে ব্যাপারেও কিছু জানা যায়নি বলে জানান কুন্তলের আইনজীবী। একই সাথে কুন্তলের আইনজীবী আশ্বাস দেন, কুন্তলকে জামিন দেওয়া হলে পরবর্তীতে তিনি তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু এরপরেই ইডির আইনজীবী জানান, কুন্তলকে টাকা দিয়েছেন এমন ৬ জনকে ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি তদন্তের স্বার্থে কুন্তলকে আবারও জেরা করার প্রয়োজন হতে পারে। আর তারপরেই আদালতে কুন্তলের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। আপাতত কুন্তল ঘোষকে আগামী ৩রা মার্চ পর্যন্ত প্রেসিডেন্সি জেলে থাকতে হবে বলে জানা গিয়েছে। এই সময়ের মধ্যে কুন্তলের বিরুদ্ধে আর কী কী প্রমাণ জোগাড় করে ইডি সেদিকে অবশ্যই নজর থাকবে।