জেলা

ঝাড়গ্রাম থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা

ঝাড়গ্রাম জেলায় বোমা উদ্ধার নিয়ে এবার খবর দিলেন খোদ মুখ্য়মন্ত্রী। তবে সেই বোম এখনকার নয়। মুখ্য়মন্ত্রী নিজেই জানিয়েছেন, সেই বোম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, গতকাল আমাদের নজরে আসে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটা না ফাটা বোম ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ভুলনপুর গ্রামে খোলা মাঠে পড়েছিল। পুলিশ সহ রাজ্য সরকারের মেশিনারি, এয়ারফোর্স দ্রুত কাজে নেমে পড়ে। সেখান থেকে সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়। এরপর সেই বোমটিকে নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। এই ভালো কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এদিকে এবার প্রশ্ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোম সেই খোলা জায়গায় এল কীভাবে? নেট পাড়াতেও এনিয়ে প্রশ্ন উঠছে। তবে স্বাভাবিকভাবেই সেটা জানা এখনই সম্ভব নয়। তবে এনিয়ে এলাকায় নানা চর্চা চলছে। এদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তেই বোমা উদ্ধারের ঘটনা হয়। ভোটের আগে তো একেবারে মুড়ি মুড়কির মতো বোমা মেলে বাংলার বিভিন্ন জায়গায়। সেই নিরিখে বার বারই অভিযোগ ওঠে শাসকদল তৃণমূলের বিরুদ্ধে। এনিয়ে নানা সময় অভিযোগ অস্বীকার করেছিল তৃণমূল। তবে ঝাড়গ্রামের বোমের ইতিহাস একেবারেই অন্যরকম। এই বোম একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার। তবে এই বোম ফেটে গেলে বিরাট বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। সেটা অবশ্য় হয়নি। অত্যন্ত সাবধানে পুলিশ ও বায়ুসেনা এই বোমকে নিষ্ক্রিয় করেছে।