দেশ

সংসদে হামলার কারণ দেশের বেকারত্ব ও মুদ্রাস্ফীতি: রাহুল গান্ধি

গত বুধবার সংসদের ভিতর হামলার ঘটনায় মুখ খুললেন কংগ্রেস নেতা-সাংসদ রাহুল গান্ধী। সংসদে নিরাপত্তা লঙ্ঘনের ইস্যুতে দেশের বেকারত্ব সমস্যাকে দায়ি করলেন রাহুল। দলের বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কংগ্রেস নেতা রাহুল বললেন,”সংসদে এমন ঘটনা কেন ঘটল? আসল ইস্যু হল দেশের বেকারত্ব সমস্যা। প্রধানমন্ত্রী মোদীর নীতির জন্য দেশের তরুণ, যুব সমাজ কর্মসংস্থান পাচ্ছে না। এই ঘটনার পিছনে আসল কারণ হল বেকারত্ব ও মুদ্রাস্ফীতি।” রাহুল বোঝাতে চাইলেন, দেশের বেকারত্ব বাড়া, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অনেকটা বাড়ায় মানুষ ক্ষুব্ধ। তাই মানুষের ক্ষোভের আগুনের কারণে এমন ঘটনা ঘটছে বলে রাহুলের দাবি।