দেশ

‘এক দেশ, এক ভোট’, মিলল কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

 ‘এক দেশ, এক ভোট’ এই নীতি চালু করার বিষয়ে বিজেপি অনেকদিন ধরেই সওয়াল করে আসছে। এবার এই নীতি কার্যকরের পথে আরও এক ধাপ এগোল কেন্দ্র। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় ‘এক দেশ, এক ভোট’ এই বিলের অনুমোদন দিল। সূত্রের খবর, শীতকালীন অধিবেশনেই এই বিল সংসদে পেশ করা হতে পারে। কেন্দ্রীয় সরকারের মতে, ঘন ঘন নির্বাচন দেশের আর্থিক এবং প্রশাসনিক কাঠামোর আঘাত আনছে। দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়াছে। শুধু তাই নয় রাজ্য ও কেন্দ্রের সংস্থানগুলির উপর অতিরিক্ত চাপ পড়ে। বুধবার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান ‘এক দেশ, এক ভোট’ চালু করার জন্য সওয়ালও করেন। যদিও একসঙ্গে সব নির্বাচন করা নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে বিরোধী রাজনৈতিক দলগুলি।