করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রীকে দিল্লির এইমস-এ ভর্তি করা হয়েছে। তাঁর দুবার করোনা টেস্ট হয়। দ্বিতীয় টেস্টে রিপোর্ট পজিটিভ আসে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। ভাবিজি পাঁপড় নামে বিশেষ এক ধরনের পাপড় খেলে করোনাভাইরাস সেরে যায়, এমন বিস্ময়কর দাবি করে। তিনি বলেছিলেন, ওই পাঁপড় খেলে শরীরে অ্যান্টিবডি তৈরি হবে যা প্রাণঘাতী ভাইরাসকে ঠেকিয়ে দিতে পারে। তাঁকে ওই পাঁপড়ের গুণ, ক্ষমতা প্রচার করে একটি ভিডিয়ো রেকর্ডিং করেন তিনি। তাঁর হাতে ধরা ছিল ওই ব্র্যান্ডের পাঁপড়। তিনি বলেছিলেন, আত্মনির্ভর ভারত কর্মসূচি মেনেই এই ভাবিজি পাঁপড় এসেছে, যার মধ্যে এমন ক্ষমতা আছে যা করোনাভাইরাস মোকাবিলায় সক্ষম অ্যান্টিবডি তৈরি করতে পারে।