অরুণাচল প্রদেশে সেনাদের সঙ্গে দিওয়ালি উৎযাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু
Posted onAuthorবঙ্গনিউজComments Off on অরুণাচল প্রদেশে সেনাদের সঙ্গে দিওয়ালি উৎযাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু
দেশজুড়ে পালিত হচ্ছে দিপাবলী উৎসব। আর এই উৎসবে অরুনাচল প্রদেশের বুমলা এলাকার সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে সময় কাটালেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু । তাঁদের সঙ্গে কেক কাটলেন, খাওয়াদাওয়া করলেন কিরণ রিজিজু।
Union Minister Kiren Rijiju tweets, "Diwali with brave jawans at Border in Bumla, Arunachal Pradesh" pic.twitter.com/qZeITLnMhG