ক্ষমতাচ্যুত হয়েছিল কংগ্রেসও। তাই বিজেপি অতীতে যে ভুলগুলি করেছিল, তার পুনরাবৃত্তি ঘটলে দলের জন্যে এর ফল ভালো হবে না। এমন ভাষাতেই সতর্কবাণী দিয়ে রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রবীণ নেতা নীতিন গডকরি। গোয়ায় দলীয় এক অনুষ্ঠানে গিয়ে গডকরি এসব কথা বলেন। অবশ্য এর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এও দাবি করেন, অন্যান্য রাজনৈতিক দলের থেকে বিজেপির পার্থক্য রয়েছে, আর তাই বারবার ভোটারদের আস্থা জয় করতে সক্ষম হয়েছে পদ্ম শিবির। উল্লেখ্য, লোকসভা নির্বাচনে গেরুয়া শিবির এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। সেই ফল প্রকাশের প্রায় এক মাস যেতে না যেতেই শুক্রবার নীতিন গডকরি বলেন, ‘কংগ্রেস যা করত, আমরা যদি তা করতে থাকি তবে তাদের বিদায় এবং আমাদের ক্ষমতায় আসার কোনও অর্থ নেই।’