অসম এবং ত্রিপুরার মধ্যে সংঘর্ষের ঘটনাতে স্থম্ভিত দেশ! গত কয়েক বছর ধরে সীমান্ত নিয়ে চলা সমস্যা ভয়ঙ্কর হয়ে ওঠে সোমবার। দুই রাজ্যের পুলিশ কর্মীদের মধ্যে চলে ব্যাপক গোলাগুলি। প্রায় ছয় ঘন্টা ধরে চলে দুই রাজ্যের মধ্যে ‘যুদ্ধ’। একই সঙ্গে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। একের পর এক সরকারি গাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। তবে দুই রাজ্যের মধ্যে চলা কার্যত ‘যুদ্ধে’ ছয়জন অসম পুলিশের জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আর এই ঘটনা সামনে আসার পর বিজেপি সরকারকে আরও একবার কাঠগড়ায় তুলতে শুরু করেছেন বিরোধীরা।এই ঘটনায় আজ সকালে টুইট করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধায়। তিনি তাঁর টুইটে এই ঘটনায় একদিকে দুঃখপ্রকাশ করেছেন অন্যদিকে বিজেপি সরকারকে বিঁধতে ছাড়েননি। তিনি টুইটে লেখেন, আমি অসম, মিজোরাম সীমান্তের খবরে আমি উদ্বিগ্ন। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাই। বিজেপি সরকারের আমলে এই ধরনের ঘটনায় গণতন্ত্রের মৃত্যু ঘটছে…। ভারত আরও কিছু আশা করে। শুধু অভিষেক নয়, টুইট করেছেন ডেরেকও। ডেরেক লেখেন, এই ঘটনাতে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা প্রকাশ পেল! কারণ গত কয়েকদিন আগেই তিনি উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল গান্ধী। তিনি তাঁর টুইটে মৃতদের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাহুল। পাশাপাশি শাহকে তোপ দেগে সাংসদ আরও লেখেন, আরও এক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতাই সামনে এল। মানুষের মধ্যে ঘৃণা এবং অবিশ্বাস ছড়াচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী! আর তাঁর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে। টুইটে এমনটাই অভিযোগ রাহুলের।