‘কেন্দ্র যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করবে, কংগ্রেস চুপ করে বসে থাকবে না’, মুম্বইয়ের আজাদ ময়দানে কৃষকদের বিক্ষোভমঞ্চ থেকে হুঁশিয়ারি দিলেন মহারাষ্ট্রের প্রদেশ কংগ্রেসে সভাপতি বালাসাহেব থোরাট। দিল্লি সীমানায় বিক্ষোভকারী কৃষকদের পাশে দাঁড়াতে তিন দিনের অবস্থান বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন মহারাষ্ট্রের কৃষকরা। রাজ্যের ২১টি জেলা থেকে অন্তত ছ’হাজার কৃষক জড়ো হয়েছেন বাণিজ্যনগরীর আজাদ ময়দানে। কৃষকদের বিক্ষোভমঞ্চে এদিন বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপি প্রধান শরদ পওয়ারের। মহারাষ্ট্রে কৃষকদের এই কর্মসূচির ডাক দিয়েছে সংযুক্ত কিসান মোর্চা। এই সংগঠনই দিল্লিতে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। মহারাষ্ট্রে ছোট-বড় কৃষক সংগঠনগুলি সর্বভারতীয় কিসান শাখা (মহারাষ্ট্র)-র ছাতার তলায় এসে এই প্রতিবাদ মঞ্চ গড়ে তুলেছে। দেশজুড়ে কৃষক আন্দোলনকে আরও জোরদার করে তুলতেই ২৩ থেকে ২৬ জানুয়ারির মধ্যে একগুচ্ছ কর্মসূচি রেখেছেন কৃষকরা। সোমবার আরও হাজারে হাজারে কৃষক আজাদ ময়দানে আসতে পারেন বলে জানা গিয়েছে। এদিন কৃষকরা রাজভবন পর্যন্ত মিছিল করে স্মারকলিপি জমা দেবেন। প্রজাতন্ত্র দিবসে আজাদ ময়দানে ভারতের জাতীয় পতাকা উত্তোলনও করা হবে, জানিয়েছেন কৃষকরা।