জেলা

চা বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু, এলাকায় চাঞ্চল্য

প্রিয়াংকা সেনগুপ্ত, পশ্চিম মেদিনীপুরঃ এক চা বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু হল ঘাটালের দাসপুরে। মৃতের নাম দিলীপ দাস(৩৬)। বাড়ী দাসপুর থানার সুজানগর গ্রামে। শনিবার সকালে দাসপুর ২নং পঞ্চায়েত সমিতির অফিসের সামনের খালে ওই ব্যক্তির দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দাসপুর থানায়। পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের স্ত্রী জানিয়েছেন,শুক্রবার রাত থেকেই বাড়ী ফেরেননি ওই ব্যক্তি। তাঁর ফোনটিও রাত নটার পর বন্ধ হয়ে যায়। মদ্যপ অবস্থায় কোনভাবে খালে পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ।