কলকাতা

৪ টাকায় থ্রি-লেয়ার সার্জিক্যাল মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

কলকাতাঃ ডিসপোসেবল থ্রি-লেয়ার সার্জিক্যাল মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যার দাম মাত্র ৪ টাকা। রাজ্যের সমস্ত ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে এই মাস্ক কিনতে পারা যাবে। পাওয়া যাবে হট টেপ এবং কল টেপ ফুল পিপিই। দাম ৪৬০ টাকা এবং ৪৩০ টাকা। জানা গিয়েছে মাস্ক সবাইকে বিক্রি করা হলেও পিপিই আপাতত শুধুমাত্র চিকিত্‍সকরাই কিনতে পারবেন। ডাক্তাররা তাঁদের প্যাডে রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করে সর্বোচ্চ ১০টি পিপিই এবং ২৫টি করে দু’ধরনের মাস্ক কিনতে পারবেন।