মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার প্রস্তাবিত রাম মন্দিরের গর্ভগৃহের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে এক বিশেষ প্রার্থনাসভা ও পুজোপাঠের অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে ছিলেন উত্তরপ্রদেশের বিখ্যাত পুজারী এবং সাধু সন্ন্যাসীরা। গর্ভগৃহ স্থাপন উপলক্ষ্যে মন্দির চত্বর নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী পরে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানান, ‘অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ভারতবাসীর দীর্ঘদিনের দাবি। বিধানসভা নির্বাচনের প্রচারে মন্দির নির্মাণের ব্যাপের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দু বছর ২০২০ সালের ৫ অগাস্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। তার পর থেকে মন্দির নির্মাণের কাজ অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে। আজ দিনটি অত্যন্ত পবিত্র। এই পবিত্র দিনে মন্দিরের গর্ভগৃহ তৈরির জন্য ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল। মন্দির নির্মাণের সঙ্গে জড়িতদের দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।