দেশ

পুরভোটে ওবিসি সংরক্ষণ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ যোগী সরকার

অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ নিয়ে এলাহাবাদ হাইকোর্টের  লখনউ বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হল যোগী সরকার। বৃহস্পতিবার শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দায়ের করা হয়েছে। যদিও আদালত ছুটি থাকায় এই মুহুর্তে শুনানি হচ্ছে না। আগামী ২ জানুয়ারি সুপ্রিম কোর্ট খোলার পরেই শুনানি হতে পারে।