স্ত্রীর সঙ্গে ঘনিষ্ট সম্পর্কের অভিযোগে বাবার গলা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের বাগপতের ঘটনা। এই খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছেলে বেদপাল-কে। উত্তরপ্রদেশের মিরাটে সৌরভ রাজপুতকে নৃশংস ভাবে হত্যার ঘটনায় তোলপাড় দেশ। সৌরভকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁর স্ত্রী মুসকান রাস্তোগি এবং তার প্রেমিক সাহিল শুক্লাকে। তদন্ত যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চমকপ্রদ তথ্য। এরই মধ্যে বাবাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বেদপালকে। পুলিশের দাবি, ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে বেদপাল তার বাবা ঈশ্বরকে হত্যা করেছে। পারিবারিক বিবাদের জেরেই বাবা ঈশ্বরকে খুন করা হয়। পুলিশ জানিয়েছে, খুন করার পরে বেদপাল তার বাবার দেহ বাড়ির কাছে জঙ্গলে পুঁতে ফেলার চেষ্টা করে। পুলিশের দাবি, বেদপাল এই খুন করার কবুল করেছে। কী কারণে বেদপাল তার বাবাকে হত্যা করল? বেদপালের অভিযোগ, তার স্ত্রীর সঙ্গে তার বাবার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই সে বাবাকে হত্যা করে। বাগপতের অতিরিক্ত পুলিশ সুপার এন পি সিং জানিয়েছেন, শুক্রবার রাতে বাসৌদ গ্রামে ঈশ্বরকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে বেদপাল। প্রথমে সে এই খুনের দায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের উপর চাপাতে চেয়েছিল। কিন্তু তার কথা সন্দেহজনক বলে মনে হয় তদন্তকারী আধিকারিকদের। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই সে খুনের কথা স্বীকার করে। এ নিয়ে আরও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার
