কলকাতা

আগামীকাল প্রকাশিত হচ্ছে উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা

এক সপ্তাহের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মোতাবেক কমিশন বৃহস্পতিবার দুপুর বারোটা থেকেই উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ লিস্ট বা তালিকা প্রকাশ করতে চলেছে । বুধবার কমিশন বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট মারফত নম্বর সহ ইন্টারভিউ তালিকা দেখতে পাবেন চাকরিপ্রার্থীরা। শুধু তাই নয় হাইকোর্টের নির্দেশ মোতাবেক যারা যারা ইন্টারভিউ তে সুযোগ পায়নি তাদের প্রাপ্ত নম্বর দিয়ে জানানো হবে বলেই কমিশন সূত্রে খবর।