কলকাতা

চিটফান্ড কর্তা বিশ্বপ্রিয় গিরিকে গ্রেফতার করল ইডি

চিটফান্ড কর্তা বিশ্বপ্রিয় গিরিকে গ্রেফতার করল ইডি । দেড় হাজার কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সোমবারেই আদালতের তোলা হবে তাঁকে। আমানতকারীদের টাকা তছরুপের অভিযোগে এর আগেও লেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশকর্তাদের হাতে গ্রেফতার হয়েছিল বিশ্বপ্রিয়। এরপর তছরুপ সংক্রন্ত জিজ্ঞাসাবাদের জন্য রবিবার তাঁকে সমন পাঠায় ইডি কর্তারা। রাতভর চলে জিজ্ঞাসাবাদ। কিন্তু জিজ্ঞাসাবাদ চলাকালীন তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায় এবং তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতা করারও অভিযোগ ওঠে। তারপরেই গ্রেফতার হয় বিশ্বপ্রিয়।এদিনই আদালতে তোলা হবে তাঁকে।