বাংলায় থাকা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এবার উদ্যোগপতি রূপে প্রস্তুত করতে সচেষ্ট হল রাজ্যের পঞ্চায়েত দফতর। মহিলাদের নিয়ে তৈরি হবে ‘বিত্ত সখীদের দল’। গ্রামে গ্রামে যে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ছোট বা বড় আকারের ব্যবসা করতে চান বা ইতিমধ্যেই সে কাজ করছেন, তাঁদের সাহায্য করবেন বিত্ত সখীরা। গোষ্ঠীর মহিলাদের ব্যক্তিগত ঋণের প্রয়োজন পড়লে, তাঁরা কীভাবে ব্যাঙ্কের কাছে আবেদন করবেন, প্রকল্প রিপোর্ট কীভাবে তৈরি করবেন, সেটা দেখার দায়িত্ব বিত্ত সখীদের। প্রাথমিকভাবে এই কাজে মাস্টার ট্রেনারদের একটি দল তৈরি করা হবে। তারা নিজের নিজের ব্লক ও গ্রামে গিয়ে বাকিদের প্রশিক্ষিত করে তুলবে। এ বছর অন্তত ২০০ জনকে প্রশিক্ষণ দিয়ে এরকম দল তৈরি করতে চায় রাজ্য সরকার। ইতিমধ্যেই প্রথম দফার ৩ দিনের প্রশিক্ষণ শেষও হয়ে গিয়েছে।