দেশ

নয়ডার পর এবার গুজরাতের সান ফার্মার বিরুদ্ধে ভেজাল ওষুধ তৈরির অভিযোগ

নয়ডার পর এবার গুজরাতের সান ফার্মার বিরুদ্ধে উঠল ভেজাল ওষুধ তৈরির অভিযোগ। অভিযোগ তুলেছে আমেরিকার ড্রাগ কন্ট্রোল অথরিটি। তারা লিখিতভাবে ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। ইউএস ফুড অ্য়ান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছেন, জীবনদায়ী ওষুধ তৈরির জন্য যে সব প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয় সান ফার্মা সেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়ে ওষুধ তৈরি করেছে। যে কারণে, তাদের তৈরি পণ্যে মিলেছে মাইক্রোবায়োলজিক্যাল পদার্থ, যা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক।