দেশ

‘আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষমতা রয়েছে মমতার’, ভবিষ্যদ্বাণী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের

দেশ আগামী দিনে প্রধানমন্ত্রী পদে পেতে চলেছে এক বাঙালিকে। দেশ শাসনের দায়িত্ব পাবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নোবেল জয়ী প্রবীণ অর্থনীতিবিদ অমর্ত্য সেন এই ভবিষ্যদ্বাণী করেছেন। আগামী লোকসভা নির্বাচন বিজেপির জন্য একেবারে বাধাহীন হবে বলে মনে করেন না অমর্ত্য সেন। তাঁর অভিমত, লোকসভা নির্বাচনে বিজেপির ঘোড়াই একমাত্র দৌড়বে, এমনটা হওয়ার সম্ভাবনা কম। আঞ্চলিক দলগুলির একটা বড় ভূমিকা থাকবে। তৃণমূল নেত্রীর দেশের প্রধানমন্ত্রী হওয়ার সব ক্ষমতাই রয়েছে। তবে দেখতে হবে তিনি বিজেপির বিরুদ্ধে তৈরি হওয়া আমজনতার ক্ষোভ নিজের দিকে টানতে পারেন কিনা। বিজেপি বিরোধী শক্তি হিসেবে ডিএমকের বড় ভূমিকা রয়েছে। তৃণমূল তো নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ। অন্যদিকে, সমাজবাদী পার্টিরও একটা বড় জায়গা রয়েছে। ওই সাক্ষাতকারে অমর্ত্য সেন বলেন,  বিজেপি দাবি করে দেশের জন্য তাদের একটি ভিশন রয়েছে। পাশাপাশি কারা প্রকাশ্যেই হিন্দু ঘেঁসা। তার পরেও বিজেপির জায়গা কেউ নিতে পারবে না এটা ভাবলে মনে হয় ভুল হবে। এখন ভারত সম্পর্কে বিজেপির ভিশনে অনেক বদল হয়েছে। ভারত বলতে তারা বোঝাতে চাইছে, ভারত মানেই হিন্দু ও হিন্দি বলা মানুষজন। বিজেপিকে যতই শক্তিশালী দেখাক না কেন তারও দুর্বলতা রয়েছে। আঞ্চলিক দলগুলিকে তা খুঁজে বের করে তাকে চ্যালেঞ্জ করতেই পারে।