বিদেশ

ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে বড়সড় হামলা চালাল আমেরিকা, মৃত ২৪

 ইজরায়েলের বন্ধু রাষ্ট্রগুলির বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে লাগাতার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি জঙ্গিরা। বিগত কয়েকমাস ধরেই ইয়েমেন থেকে সেই হামলা চালাত তারা। যার ফলে লোহিত সাগরে বাণিজ্য ক্ষেত্রে বাধা পড়ছিল। আর্থিক ক্ষতিও হচ্ছিল। সেই হামলা প্রতিহত করতেই আরব সাগর ও এডেন উপসাগরে নজরদারি চালাতে শুরু করে আমেরিকা। বেশ কয়েকবার হুথিদের হামলা রুখেও দেয় মার্কিন সেনা। কিন্তু হুথিদের এই আক্রমণ ভালো চোখে দেখেনি ওয়াশিংটন। এইভাবে বাণিজ্যিক জাহাজগুলির উপর হামলা চালাতে বারবার নিষেধ করেছিল আমেরিকা। যদিও ইরানের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হুথিদের দাবি ছিল, তারা হামাসদের পাশে দাঁড়িয়ে এই হামলা চালাচ্ছে। যে সমস্ত দেশ গাজায় ইজরায়েলের হামলাকে সমর্থন করে তাদের বাণিজ্যিক জাহাজগুলিকেই টার্গেট করা হচ্ছে। এমনটাই দাবি ছিল হুথি জঙ্গিদের। যদিও তাদের থামাতে ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে বারবার হামলা চালিয়েছে আমেরিকা ও ব্রিটেন। তবে এবারে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে ইয়েমেনে বড়সড় হামলা চালাল ওয়াশিংটন। গতকাল, শনিবার রাতেই ইয়েমেনে আকাশপথে হামলা চালানোর নির্দেশ দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেইমতোই ইয়েমেনে হুথিদের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে মার্কিন সেনা। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সূত্রের মারফত জানা গিয়েছে। আমেরিকার এই হামলার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২৪ জনের। তবে হামলা চালিয়েই থেমে থাকেনি ওয়াশিংটন। হুথিদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের বার্তা, ‘আপনারা না থামলে আকাশ থেকে নরক বর্ষণ হবে।’ হুথিদের সময় শেষ হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে কেবল হুথিদেরই নয় তাদের মদত দেওয়া ইরানকেও ক‌ড়া বার্তা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ‘অবিলম্বে হুথিদের সমর্থন ও সবরকম সাহায্য পাঠানো বন্ধ করুন। ইরান থেকে আমেরিকার উপরে যদি কোনও হুমকি আসে, তার দায় সম্পূর্ণ আপনাদের। এর ফল খুব একটা ভাল হবে না।’ আমেরিকার এই হামলার জেরে ইয়েমেনের রাজধানী সানাতেই মৃত্যু হয়েছে কমপক্ষে ১৩ জনের। জখম ৯। ইয়েমেনের উত্তরে সাডা প্রদেশেও বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। জঙ্গি গোষ্ঠীর দাবি, মৃতদের মধ্যে অনেকেই সাধারণ নাগরিক। মার্কিন সেনার এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা। পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে হুথিরা।