পাকিস্তান নিয়ে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখে নিন্দার সুর। শুক্রবার কংগ্রেসনাল ক্যাম্পেইন কমিটির রিসেপশনে ডেমোক্রেটিক প্রেসিডেন্টের ভাষণে জো বাইডেন বলেন, পাকিস্তানকে বিশ্বের অন্যতম বিপজ্জনক দেশ। হোয়াইট হাউসের তরফে মার্কিন রাষ্ট্রপতির বিবৃতি উদ্ধৃতি করে জানিয়েছে, নিউক্লিয়ার অস্ত্রর প্রেক্ষিতে বলতেই এই মন্তব্য করেন বাইডেন। তিনি বলেন, “আমার মনে হয় পাকিস্তান বিশ্বের বিপজ্জনক দেশগুলির মধ্যে একটি। কারণ তারা কোনও রকম বার্তালাপ না করেই নিউক্লিয়ার অস্ত্র রেখেছে।” অন্যদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। এটি কীভাবে বিশ্বকে প্রভাবিত করেছে সে সম্পর্কে কথা বলার সময় মার্কিন রাষ্ট্রপতি এই মন্তব্য করেন। তিনি অন্যান্য দেশের সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কের কথাও বলেছেন। তিনি এও উল্লেখ করেন, প্রাসঙ্গিক যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান এফ-১৬ নৌবহরে প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়নের প্রায় ৩ সপ্তাহ পর বাইডেনের এই মন্তব্য এসেছে। ২৬ সেপ্টেম্বর, মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন সেই সময় ওয়াশিংটনের দায়িত্ব এবং বাধ্যবাধকতা ছিল। তাঁরা জানিয়েছিলেন, যাঁদের সঙ্গে সামরিক দায়িত্বের যোগসাজশ রয়েছে, তাঁদের সামরিক সরবরাহ প্রদানে সহায়তা করা কাজ।