ভারতের সরাসরি অস্বীকারের পরেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘাত মেটানোর ক্ষেত্রে কৃতিত্ব দাবি করে চলেছেন। শুক্রবার ট্রাম্প তাঁর প্রশাসনের কর্মকর্তাদের ভারত ও পাকিস্তানের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে বলে দুই দেশের মধ্যে যুদ্ধ ঠেকানোর দাবি পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন যে আমরা ভারত ও পাকিস্তানের সঙ্গে কিছু দুর্দান্ত কাজ করেছি। সম্ভবত এটি পারমাণবিক হামলার দিকে এগিয়ে যাচ্ছিল। আমরা অনেক কাজ করেছি। আমার জানা নেই যে, এর চেয়ে বেশি কাজ করেছেন এমন কোনও প্রেসিডেন্ট কখনও এসেছেন কিনা। ট্রাম্প ফের তাঁর দাবি পুনর্ব্যক্ত করে জানিয়েছেন যে, তিনি উভয় দেশকেই বলেছিলেন যে, যুদ্ধ বন্ধ না করলে আমেরিকা দিল্লি এবং ইসলামাবাদের সঙ্গে ‘বাণিজ্য’ করবে না ৷ ট্রাম্পের দাবি, এইভাবে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ ঠেকিয়েছেন। তাঁর মতে, ভারত-পাকিস্তানের বাড়তে থাকা উত্তজনা একটি পারমাণবিক সংঘাতে পরিণত হতে পারত। ট্রাম্প বলেন যে, “সার্বিয়া, কসোভোতে একটি বড় যুদ্ধ হতে চলেছে। আমি বলেছিলাম যে, তোমরাও যুদ্ধ কর, তবে আমেরিকার সঙ্গে কোনও বাণিজ্য হবে না। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। আমি তাদের উভয়ের সঙ্গেই কথা বলছিলাম এবং আমি স্কটকে (বেসান্ট, অর্থমন্ত্রী) বলেছিলাম, আমি (বাণিজ্যমন্ত্রী) হাওয়ার্কেড (লুটনিক) বলেছিলাম ভারত ও পাকিস্তানের সঙ্গে সমস্ত চুক্তি বাতিল করতে। তারা আমাদের সঙ্গে বাণিজ্য করবে না, কারণ তারা যুদ্ধ করছে।” ট্রাম্প দাবি করেন, “উভয় দেশই আমাদের ফোন করে বলেছে ‘আমাদের কী করা উচিত?’ আমি বললাম, দেখুন, আপনারা আমেরিকার সঙ্গে বাণিজ্য করতে চান। এটা দারুণ! কিন্তু, আপনারা একে অপরের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চান। আমরা এটা হতে দেব না। এরপর তারা উভয় পক্ষই একমত হলেন ৷ উভয় দেশেরই ভালো নেতা আছেন ৷ তাই আমরা অনেক কিছু করেছি।” এর পাশাপাশি ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমরা ভারতের মতো কিছু বড় দেশের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে যাচ্ছি, যার আওতায় আমাদের সেখানে যাওয়ার এবং বাণিজ্য করার অধিকার থাকবে।” ট্রাম্প বারবার দাবি করেছেন যে, তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধে সাহায্য করেছেন। তবে ভারতও ধারাবাহিকভাবে বলে আসছে যে, দুই সেনাবাহিনীর সামরিক অভিযানের পরিচালকদের (শীর্ষ সামরিক কর্তা) মধ্যে সরাসরি আলোচনার পর পাকিস্তানের সঙ্গে সংঘাত বন্ধের সমঝোতা হয়েছে।


