কিউবা সহ চার দেশ থেকে আসা পাঁচ লক্ষ ৩০ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ীভাবে বসবাসের অনুমোদন বাতিল করল ট্রাম্প প্রশাসন। আগামী ২৪ এপ্রিল এই নির্দেশ কার্যকর হবে। তার আগেই এই সমস্ত নাগরিকদের ফিরে যেতে বলা হয়েছে। তা না হলে ভবিষ্যতে তাদের প্যারল পাঠানো হবে। ২০২২ সালে বাইডেন প্রশাসনের আমলে চালু হয়েছিল সিএইচএনভি কর্মসূচী। এই প্রোগ্রামটি প্রথমে ছিল শুধুমাত্র ভেনেজুয়েলানদের জন্য ছিল। পরে তাতে আরও কয়েকটি দেশ যুক্ত করা হয়। যার আওতায় কিউবা, হাইতি, নিকারাগুয়া এবং ভেনেজুয়েলার নাগরিকদের আমেরিকায় বৈধভাবে বসবাসের অনুমোতি দেওয়া হয়েছিল। কিন্তু ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নেওয়ার পর এই সরকারি প্রোগ্রাম স্থগিত করে দেন।সিএইচএনভি প্রকল্প চালুর পক্ষে বাইডেন প্রশাসনের যুক্তি ছিল, এর মাধ্যমে দেশের দক্ষিণ সীমান্তে অবৈধ অভিবাসী সমস্যায় রাশ টানা যাবে। আমেরিকায় যাঁরা প্রবেশ করছেন, তাঁদের বিষয়ে আরও ভালোভাবে তথ্য যাচাই করা যাবে। এদিকে, শুরু থেকেই এমন কর্মসূচির নিন্দায় সরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ইস্যুতে শুক্রবার বাইডেন প্রশাসনের সমালোচনা করেছে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ। এই কর্মসূচি তার লক্ষ্য পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে তারা। সে কারণে তা বাতিল করা হচ্ছে।
