হরিয়ানার গোষ্ঠী সংঘর্ষ নিয়ে মুখ খুলল আমেরিকা। আমেরিকার স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার একটি বিবৃতি দেন। তিনি সব পক্ষকেই হিংসা থেকে বিরত থাকতে আর্জি জানিয়েছেন। এই হিংসার জেরে ভারতে থাকা কোনও আমেরিকার নাগরিকের নিরাপত্তায় বিঘ্ন ঘটেনি। এই বিষয়ে ভারতে থাকা মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল বলে জানিয়েছেন ম্যাথু মিলার। যদিও হরিয়ানার নুহ ও সাইবার সিটি গুরুগ্রামে এখনও রয়েছে চাপা উত্তেজনা। গোষ্ঠী সংঘর্ষের জেরে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। নুহ, ফরিদাবাদ, গুরুগ্রামের মতো এলাকা গুলিতে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা।