ক্রাইম

উত্তরপ্রদেশে তান্ত্রিকের পরামর্শ ১০ বছরের বালককে ‘নরবলি’, গ্রেফতার ৩

নরবলির অভিযোগ উঠল উত্তরপ্রদেশের বাহরাইচে ৷ অভিযোগ, ১০ বছরের এক বালককে নরবলি দেওয়া হয়েছে৷ এই ঘটনা গ্রেফতার করা হয়েছে ৩ জনকে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এক তান্ত্রিকের কথায় তারা নরবলি দেওয়ার পরিকল্পনা করেছিল৷ পুলিশ সুপার প্রশান্ত বর্মা জানিয়েছেন পারসা গ্রামের বাসিন্দা কৃষ্ণ বর্মার ছেলে বিবেককে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ পরে সেদিন রাতেই তার গলাকাটা দেহ উদ্ধার হয় গ্রামের ক্ষেতে৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিহত বালকের আত্মীয় অনুপের আড়াই বছর বয়সি ছেলে বিশেষ চাহিদাসম্পন্ন৷ তাছাড়া বছরের বেশির ভাগ সময়ে সেই শিশু অসুস্থ থাকত৷ দীর্ঘ চিকিৎসাতেও তার শারীরিক অবস্থার সুরাহা না হওয়ায় অনুপ এক তান্ত্রিকের সঙ্গে যোগাযোগ করেন বলে অভিযোগ৷ তার গ্রামের কাছেই ওই তান্ত্রিক থাকত বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে ওই তান্ত্রিক ছেলের সুস্থতা লাভের জন্য নরবলি দেওয়ার জন্য চাপ দেয় অনুপকে৷ এর পর তার আরও এক আত্মীয় চিন্তারামের সঙ্গে অনুপ ষড়যন্ত্রে লিপ্ত হয়৷ বেলচার আঘাতে শিশুকে খুন করা হয় বলে অভিযোগ৷ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অনুপ, চিন্তামণি এবং ওই তান্ত্রিককে শনিবার পুলিশ গ্রেফতার করেছে৷ তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে৷