আক্রান্ত হয়ে মারা গেলেন উত্তরপ্রদেশের মন্ত্রী কমলরানী বরুণ। রবিবার সকাল সাড়ে ৯টায় লখনউয়ের একটি হাসপাতালে মারা গেলেন তিনি। বয়স হয়েছিল ৬২ বছর।
যোগী আদিত্যনাথ সরকারে প্রযুক্তিশিক্ষা মন্ত্রী ছিলেন কমল। ১৮ জুলাই পজিটিভ রিপোর্ট আসে তাঁর। সেদিনই সঞ্জয় গান্ধী পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি করা হয় তাঁকে। শেষ কয়েক দিন ভেন্টিলেশনে ছিলেন। হাসপাতালের ডিরেক্টর ডা. আর কে ধীমান জানিয়েছেন, কমলরানীর অঙ্গগুলো কাজ করা বন্ধ করে দিয়েছিল। হাইপারটেনশনের সমস্যাও ছিল। এদিন উত্তরপ্রদেশের মন্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।