দেশ

করোনায় আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লিঃ এবার করোনা ভাইরাসে আক্রান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লির এইমসে ভর্তি করা হয়েছে তাঁকে। আজ তিনি নিজেই টুইটে লেখেন, “প্রাথমিক কিছু লক্ষ্ণণ দেখায় আমি করোনার টেস্ট করিয়েছি । তারপর জানতে পারি রিপোর্ট পজিটিভ। আমার শরীর আপাতত ঠিক আছে । কিন্তু চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। আমার অনুরোধ, গত কয়েকদিনে যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁরা তাড়াতাড়ি আইসোলেশনে যান এবং নিজেদের কোরোনা টেস্ট করান।