উপনির্বাচনে জিতে গেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চাম্পাওয়াত কেন্দ্র থেকে। শুক্রবার রাজ্য নির্বাচন কমিশন দফতর থেকে তাঁর জয়ের খবর দিতে গিয়ে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ৫৫ হাজারের বেশি ভোটে জিতেছেন। ধামির প্রাপ্ত ভোট ৫৫ হাজার ২৫। এই জয়ের ফলে উত্তরাখণ্ড বিজেপির হাতেই রইল। সদ্য শেষ হওয়া উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে ধামি পরাজিত হয়েছিলেন। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব তাঁর ওপরেই আস্থা রাখে এবং রাজ্য শাসনের দায়িত্বভার তাঁর হাতেই তুলে দেন। রাজ্যে বিজেপি শাসন কায়েম রাখতে দরকার ছিল মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার ছয় মাসের মধ্যে কোনও না কোনও কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসা। ফলে, রাজ্য নেতৃত্ব তো বটেই, কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব কিছুটা হলেও চিন্তায় ছিল। শুক্রবার উত্তরাখণ্ড রাজ্য নির্বাচন কমিশনের ঘোষণায় সেই চিন্তার মেঘ যে দূর হল, তা নিয়ে কোনও সন্দেহ নেই।