দেশ

উত্তরাখণ্ডে জাতীয় সড়কে ভয়াবহ ধস, পড়ে গেল ট্রাক

একটানা বৃষ্টির জেরে ভয়াহ অবস্থা উত্তরাখণ্ডে। এবার একটানা বৃষ্টির জেরে যমুনেত্রী জাতীয় সড়কে ধস নামতে শুরু করে।  যার জেরে যমুনেত্রী জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি ধসের ধাক্কায় উলটে পড়ে।  ধসের ধাক্কায় গড়িয়ে প্রায় নদীর কাছে চলে যায় ট্রাকটি।  দেখুন সেই ভয়াবহ ভিডিয়ো।  প্রসঙ্গত সোমবারই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, উত্তরাখণ্ডে একনাগাড়ে বৃষ্টি চলবে।