দেশ

উত্তরাখণ্ডের বদ্রীনাথে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু

বিহারের পর এবার উত্তরাখণ্ডে। বদ্রীনারায়ণে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু। আজ, বৃহস্পতিবার এই ভয়ংকর ঘটনাটি ঘটেছে। তবে একটাই স্বস্তির খবর, ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি। অল ওয়েদার রোড প্রকল্পের আওতায় সেতুটি তৈরি হচ্ছিল। ১১০ মিটার দীর্ঘ এই সিগনেচার ব্রিজটি উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলার নারকোটা অঞ্চলে বদ্রীনাথ হাইওয়ের উপর তৈরি হচ্ছিল। ২০২১ সাল থেকে এর নির্মাণকাজ চলছে। এখানে প্রতিদিন মোটামুটি জনাচল্লিশেক শ্র্মিক কাজ করেন। তবে, সৌভাগ্যের কথা যে, আজ সেখানে কেউ কাজ করছিলেন না। ইতিমধ্যেই এই নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এর আগে মাত্র ১৫ দিনে ৯ টি সেতু ভেঙে পড়েছিল বিহারে। সরণ ও সিওয়ান জেলায় যে ৩টি সেতু ভেঙে পড়েছিল, সেগুলি প্রায় ৩০ থেকে ৮০ বছর আগে তৈরি হয়েছিল। তবে সেতু ভেঙে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। কতটা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হয়েছিল এই সব সেতু, উঠেছিল প্রশ্ন!