যাত্রী বোঝাই ট্রাক্টর উলটে ভয়াবহ দুর্ঘটনা। উত্তরপ্রদেশের কাশগঞ্জে যাত্রী সহ দ্রুতগতির ওই ট্রাক্টর পুকুরে উলটে পড়ে। দুর্ঘটনায় ১৫ জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের মধ্যে ৭ জন শিশুও রয়েছে। জানা যাচ্ছে, পূর্ণিমা উপলক্ষ্যে গঙ্গা স্নানে যাচ্ছিলেন গ্রামবাসী। যাত্রাপথে ঘটে গেল অঘটন। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই ট্রাক্টর উলটে পড়ল পুকুরে।