ইসরোর প্রধান হচ্ছে ভি নারায়ণন। তিনি এস সোমনাথের স্থলাভিসিক্ত হবেন। মঙ্গলবার ওই ঘোষণা করেছে কেন্দ্র। ইসরো প্রধানের পাশাপাশি নারায়ণন দেশের মহাকাশ বিভাগের সচিবের দায়িত্বও সামলাবেন। আগামী ১৪ জানুয়ারি তিনি এস সোমনাথের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন। আগামী ২ বছর তিনি ওই দায়িত্ব পালন করবেন। রকেট ও মাহকাশ যান নিয়ে প্রায় ৪০ বছর কাজ করেছেন নারায়ণন। রকেট ও মহাকাশ যান বিশেষজ্ঞ হিসেবে তিনি ইসরোয় যোগ দেন ১৯৮৪ সালে। একসময় লিক্য়ুইড প্রোপালসন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হন। একসময় বিক্রম সারাভাই স্পেস সেন্টারে ASLV ও PSLV জন্য কাজ করেন। বর্তমানে এলপিএসি-র ডিরেক্টর হিসেবে কাজ করছেন নারায়ণন। এটি ইসরোর একটি গুরুত্বপূর্ণ ইউনিট। ক্রায়োজেনিক ইঞ্জিনের উপরে এমটেক করেন নারায়ণন। পরে এরোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি করেন খড়গপুর আইআইটি থেকে। এমটেকে তিনি ব্যাচে প্রথম হয়েছিলেন। অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি অব ইন্ডিয়া তাঁকে স্বর্ণ পদক দিয়ে সম্মানিত করে।