দেশ

হিমাচল প্রদেশের উনা থেকে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী

হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের আগে হিমাচলবাসীদের বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই মুহুর্তে হিমাচল প্রদেশ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী তারই মাঝে বৃহস্পতিবার উনায় চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পতাকা উন্মোচন করেন তিনি। হিমাচল প্রদেশের উনা জেলায় বৃহস্পতিবার থেকে মোদীর হাতে রাজ্য যাত্রা শুরু হল বন্দে ভারত এক্সপ্রেসের। হিমাচল প্রদেশের জন্য এই প্রথম সেমি-হাই-স্পিড ট্রেনটি দিল্লি ও আম্ব আনদৌরার মাঝে চলাচল করবে। এই রেল পরিষেবা বুধবার ছাড়া সপ্তাহের বাকিদিন উপলব্ধ থাকবে বলে জানা গিয়েছে। এই পরিষেবার ফলে দিল্লি ও চণ্ডীগঢ়ের মধ্যে যাতায়াতের সময় কমে তিন ঘণ্টা হয়ে যাবে বলে জানা গিয়েছে। হিমাচল প্রদেশের রাজধানী থেকে মোট ৫ ঘণ্টাতেই পৌঁছনো যাবে চণ্ডীগঢ়ে। বন্দে ভারত ট্রেন দুপুর ১ টায় আম্ব-আন্দাউরা ছাড়বে এবং দিল্লি পৌঁছাবে ৬.২৫ টায়। একই সময়ে, এই ট্রেনটি দিল্লি ছাড়বে সকাল ৫.৫০ টায় এবং আম্ব-আন্দাউরা পৌঁছাবে ১১.০৫ টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিণী বৈষ্ণব, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরও। এই বন্দে ভারত এক্সপ্রেসের সূচনার ফলে হিমাচল প্রদেশ, পঞ্জাব ও হরিয়ানার বিভিন্ন ধর্মীয় স্থানে তীর্থ যাত্রীদের ভ্রমণে অনেকটাই সুবিধা হবে।