ফের দুর্ঘটনার কবলে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। এবার গোরুকে ধাক্কা মারল এই সেমি হাইস্পিড ট্রেন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটে গুজরাটের উদভাদা ও ভাপি স্টেশনের মাঝে। দুর্ঘটনার জেরে ট্রেনটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বেশ কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখতে হয় ট্রেনটি। তবে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। রেলের তরফে জানানো হয়েছে, মেরামতির পর ফেল চালু করে দেওয়া হয় ট্রেনটিকে। এই নিয়ে গত দু’মাসে চারবার দুর্ঘটনার কবলে পড়ল ট্রেনটি। প্রতিবারই ট্রেনের সামনে চলে এসেছে গবাদি পশু। রেল লাইনে গবাদি পশুর ওঠা বন্ধ করতে এবার পদক্ষেপ করতে চলেছে রেল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।