দেশ

যাত্রা শুরুর পাঁচদিনের মধ্যেই মোষের ধাক্কায় খুলে গেল বন্দে ভারত এক্সপ্রেসের সামনের অংশ

মোষের ধাক্কায় খুলে গেল বন্দে ভারত এক্সপ্রেসের সামনের অংশ। ঘটনাটি ঘটেছে গুজরাটের ভাটবা ও মণিনগর স্টেশনের মাঝখানে। এই ঘটনা সামনে আসতেই ট্রেনে ব্যবহৃত সরঞ্জামের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ভারত সরকারের অন্যতম একটি স্বপ্নের প্রকল্প হল বন্দে ভারত এক্সপ্রেস। আর সেই এক্সপ্রেসের এমন দুর্বল অবস্থা! ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ নাগাদ। বন্দে ভারত এক্সপ্রেসের বেহাল ছবি কার্যত এখন ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে ট্রেনের সামনের একটি অংশ খুলে গেছে। রেললাইনের মাঝে একপাল মোষ আসায় ট্রেনের সাথে সংঘর্ষ হয়। যার জেরে ইঞ্জিনই বিকল হয়ে যায় ট্রেনের। তবে বড়সড় কোনও ক্ষতি হয়নি বলে জানা যাচ্ছে। ট্রেনের সামনের অংশটি ফাইবারের তৈরি। সেই জন্যই ধাক্কা লাগায় সাথে সাথে খুলে যায়। ১০ মিনিটের মধ্যে পরিষেবা ঠিক হয়ে যায়। সপ্তাহ খানেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গান্ধীনগরে সবুজ পতাকা নেড়ে মুম্বই-গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস রওয়ানা করান। গান্ধীনগর থেকে আমেদাবাদের কালুপুর স্টেশন অবধি ট্রেনযাত্রাও করেন মোদি। তারপরেই এই দুর্ঘটনায় অস্বস্তিতে পড়েছে ভারতীয় রেল । ৩০ অক্টোবর বন্দে ভারতের যাত্রার সূচনার পর আমেদাবাদের মেট্রো প্রকল্পেরও উদ্বোধন করেন মোদি। এছাড়াও ৭ হাজার ২০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এখন মোদির স্বপ্নের সুপার ফার্স্ট ট্রেনের দুর্দশায় হাসির রোল উঠছে নেটদুনিয়ায়।  উল্লেখ্য, ট্রায়াল রানে বুলেট ট্রেনের রেকর্ড ভেঙে দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। ২০১৯ সালে এই ‘বন্দে ভারত এক্সপ্রেসের’ পরিষেবা শুরু হয়। এই ট্রেনগুলির বিশেষত্ব হল এর সিট গুলো প্রয়োজন মতো ঘোরানো যায়। এটি ঘন্টায় ২০০ কিমি বেগে ছুটতে পারলেও ভারতে তা ছোটে ঘন্টায় ১২০-১৩০কিমি বেগে।