জেলা

রেললাইনের ধারে ধস, মালদায় আধ ঘণ্টা দাঁড়িয়ে বন্দে-ভারত

 রেললাইনে ধস। মালদা জেলার গৌড় মালদা ও জামিরঘাটা স্টেশনের মাঝেই ধস নামে। তার জেরে মালদায় দাঁড়িয়ে পড়ল বন্দে ভারত। এদিকে ধসের জন্য কোনও ঝুঁকি নিতে চায়নি রেল। সেকারণেই দ্রুত ট্রেন থামিয়ে দেওয়া হয়। রেলের লোকজন দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। এরপরই সেই ধস মেরামতির উদ্যোগ নেওয়া হয়। এরপর ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।  এদিকে কেবলমাত্র বন্দে ভারত এক্সপ্রেসই নয়। দাঁড়িয়ে পড়েছিল মালদা নগরদ্বীপ এক্সপ্রেস। রেলের আধিকারিকদের দ্রুত বিষয়টি জানানো হয়। তারপরই তাঁরা স্পটে চলে আসেন। দ্রুত সেখানে ধস মেরামতির ব্যবস্থা নেওয়া হয়। মূলত প্রবল বৃষ্টির জেরেই ধস নেমেছিল রেললাইনের ধারে। সেকারণেই দ্রুত ট্রেন থামিয়ে দেওয়া হয়। প্রায় আধ ঘণ্টা বন্দে ভারত আটকে ছিল। তবে সুরক্ষার কথা মাথায় রেখেই বন্দে ভারতকে কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হয়। সূত্রের খবর, রেলের গ্যাংম্যানদের চোখে প্রথমে এই ধসের বিষয়টি পড়ে। এরপরই তারা বিষয়টি কর্তৃপক্ষকে জানান। এদিকে সেই লাইনেই আসার কথা বন্দে ভারতের। সেকারণে আর ঝুঁকি নেয়নি রেল কর্তৃপক্ষকে। এরপরই পর পর দুটি ট্রেনকে আটকে দেওয়া হয়। তবে এদিন প্রবল বৃ্ষ্টিতে শুধু রেললাইনের ধারের ধসই নয়, মালদায় একাধিক জায়গায় জল জমে যায়। মালদায় হাসপাতাল চত্বরেও জল জমে যায়। তবে কর্তৃপক্ষ এনিয়ে দ্রুত ব্যবস্থা নেয়।