বিয়ের ৩ বছর পর সুখবর দিলেন বরুণ ধাওয়ান ও নাতাসা দালাল। বাবা-মা হতে চলেছেন তাঁরা। ২০২১ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন বরুণ-নাতাসা। বিয়ের তিন বছর পর বরুণ জানালেন,নতুন অতিথির অপেক্ষায় রয়েছেন তাঁরা। রবিবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি শেয়ার করে একটি ছবি পোস্ট করেন অভিনেতা। সাদা কালো সেই ছবিতে দেখা যাচ্ছে স্ত্রীয়ের বেবি বাম্পে চুম্বন করছেন অভিনেতা। ছবির ক্যাপশনে বরুণ লেখেন, ‘আমরা অন্তঃসত্ত্বা। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য’। বরুণ ও নাতাশাকে শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর, জাহ্নবী কাপুর থেকে শুরু করে সামান্থা, অর্জুন, মালাইকা সহ আরও অনেকে।