গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইসের সূচনা করেন। ইতিমধ্যেই একাধিক ট্যাক্সি ও অ্যাপ ক্যাবে এই ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানোর কাজ শুরু হয়ে গিয়েছে। তবে ১ লক্ষ ৬০ হাজার ডিভাইস বসানোর যে পরিমাণ সময় ও ডিভাইস প্রয়োজন তা এখনও এসে পৌছয়নি রাজ্যে ৷ তবে এই ডিভাইস বসানো হচ্ছে বেশ কয়েকটি জায়গায়। আজ থেকে অবশ্য চালু হয়ে গেল পরিবহন দফতরের কন্ট্রোল রুম। যে সমস্ত গাড়িতে ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে তাদের অবস্থান-গতি জানা যাবে৷ পোদ্দার কোর্টে রাজ্য পরিবহণ দফতরের অফিসে এই কন্ট্রোল রুম খোলা হয়েছে। সেখানেই বিশাল স্ক্রিনে ফুটে উঠবে গাড়ির যাবতীয় তথ্য। দফতর সূত্রে খবর, এক লাখ ষাট হাজার গাড়িতে এই ডিভাইস বসানো হয়ে গেলে, সব গাড়ির রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে। বেসরকারি পরিবহণ সংগঠন সূত্রে জানানো হয়েছে, ৮-১০ হাজার টাকা খরচ করে ওই যন্ত্র বসানোয় আপত্তি রয়েছে বেসরকারি বাস, মিনিবাস, ট্যাক্সি, অ্যাপ-ক্যাব সংগঠনের। যদিও যাত্রী সুরক্ষার কথা ভেবে আগামী ৩১ মার্চের মধ্যে বাণিজ্যিক গাড়িতে ভেহিক্যালস লোকেশন ট্র্যাকিং ডিভাইস ও প্যানিক বাটন বসাতে হবে।