জেলা

‘হাইকোর্টের রায় বেআইনি, সুপ্রিমকোর্টে যাব’, চাকরিহারাদের পাশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যাপাধ্যায়

‘হাইকোর্টের রায় বেআইনি, শীর্ষ আদালতে যাব’। সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় নিয়ে চাকুলিয়ার জনসভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে চাকুলিয়ায় এসে হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘২৬ হাজার শিক্ষকদের চাকরি চলে যাবে, এমন বোমা। হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা পাশে আছি। যত দূর দরকার, লড়াই করব। দেখলেন না সুপ্রিম কোর্ট এটাকে সরিয়ে দিয়েছিল। কাকে নিয়ে করবেন? বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমি বিচারক নিয়ে বলছি না। রায় নিয়ে বলছি। রায়কে চ্যালেঞ্জ করছি। ২৬ হাজার শিক্ষক মানে দেড় লক্ষ পরিবার। টাকা ফেরত চার সপ্তাহে কি সম্ভব?’