বিনোদন

করোনায় আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়, ভর্তি হলেন হাসপাতালে

করোনায় আক্রান্ত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে তাঁকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিনই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে পরিবার সূত্রে খবর। জানা গিয়েছে, গত দুদিন ধরে জ্বরে ভুগছিলেন কিংবদন্তী এই অভিনেতা। পারিবারিক চিকিৎসক করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন। জানা গিয়েছে, গতকাল সোমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আর মঙ্গলবার পরিবারের সদস্যরা বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন। বয়স ও কো-মর্বিডিটির জন্য হাসপাতালে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। শরীরে অক্সিজেনের মাত্রা ৯৭ শতাংশ। সৌমিত্র চট্টোপাধ্যায়র করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে অভিনেতা শারীরিক অবস্থা কেমন তা জানতে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পশাপশি অভিনেতা সৌমিত্রর দ্রুত সুস্থতা কামনা করে টুইট করেছেন মুখ্যমন্ত্রী। টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন,’ প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কোভিড ১৯ পজিটিভ এটা শুনে চিন্তিত। তাঁর দ্রুত সুস্থতা ও সুস্বাস্থ্যের কামনা করি’।