উত্তরপ্রদেশ: হাতরাসের ঘটনার উত্তাপ কমার আগেই ফের উত্তরপ্রদেশের আলিগড়ে এক ৬ বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ। দিল্লির এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে তার। পুলিসি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে এই ঘটনাতেও। অভিযুক্ত যুবকের গ্রেপ্তারির দাবিতে শিশুর দেহ নিয়ে সদাবাদ-বলদেব সড়কে বিক্ষোভ দেখাচ্ছেন মৃতের পরিজনরা। জানা গিয়েছে, আলিগড়ের অন্তর্গত জাতোই গ্রামে দিন দশেক আগে ওই শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে তার তুতো দাদার বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় নির্যাতিতাকে ভর্তি করা হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। সেখানে প্রাণ হারায় ওই শিশু। এদিকে মৃতার পরিজনদের দাবি, পুলিস অভিযোগ জানাতে গেলে হয়রানির শিকার হতে হয়। অভিযুক্ত যুবক ও ওই পুলিস কর্মীদের গ্রেপ্তারির দাবিতে বিক্ষোভ এখনও চলছে।