বিনোদন

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা বিক্রম গোখলে। ৮০-এর কোঠায় পৌঁছনোর আগেই পুণেতে জীবনাবসান ‘হাম দিল দে চুকে সনম’-এর অভিনেতার। দু’দিন আগেই বর্ষীয়ান অভিনেতার স্ত্রী জানিয়েছিলেন, বিক্রমের একাধিক অঙ্গ বিকল হতে শুরু করেছে। তার পরেও শুক্রবার খবর এসেছিল, চিকিৎসায় সাড়া দিচ্ছেন অল্প হলেও। কিন্তু শেষ রক্ষা হল না। বলিউডে কয়েক দশকে অসংখ্য সফল ছবিতে কাজ করেছিলেন বিক্রম। ‘হম দিল দে চুকে সনম’, ‘ভুল ভুলাইয়া’, ‘দিল সে’, ‘দে দানা দান’, ‘মিশন মঙ্গল’ ইত্যাদিতে তাঁর অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। ছবির পাশাপাশি মঞ্চে এবং ছোট পর্দাতেও বিক্রমের অবাধ বিচরণ ছিল।