কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী আপাতত ব্যক্তিগত ট্যুরে নেপালে রয়েছেন। রাহুল গান্ধীর নেপাল সফরের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, রাহুল কাঠমাণ্ডুর কোনও একটি নাইটক্লাবে রয়েছেন। ভিডিও-টির সত্যতা যাচাই করেনি ‘বঙ্গনিউজ’। স্বাভাবিক ভাবেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে কংগ্রেস ও রাহুল গান্ধীকে একযোগে আক্রমণ শুরু করেছে বিজেপি। দাবি করা হচ্ছে, এই ভিডিওটি ‘ Lord of the Drinks, Nepal’-এর। বিজেপি-র আরও দাবি, কংগ্রেস শেষ। রাহুলের দল এভাবেই চলবে। যখন দেশের মানুষের দরকার, তখন নাইট ক্লাবে পার্টি করছেন।