ভাইরাল

নেপালে নাইট ক্লাবের পার্টিতে রাহুল গান্ধী, ভাইরাল ভিডিও

কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা সাংসদ রাহুল গান্ধী আপাতত ব্যক্তিগত ট্যুরে নেপালে রয়েছেন। রাহুল গান্ধীর নেপাল সফরের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে, রাহুল কাঠমাণ্ডুর কোনও একটি নাইটক্লাবে রয়েছেন। ভিডিও-টির সত্যতা যাচাই করেনি ‘বঙ্গনিউজ’। স্বাভাবিক ভাবেই ভিডিওটি ভাইরাল হওয়ার পরে কংগ্রেস ও রাহুল গান্ধীকে একযোগে আক্রমণ শুরু করেছে বিজেপি। দাবি করা হচ্ছে, এই ভিডিওটি ‘ Lord of the Drinks, Nepal’-এর। বিজেপি-র আরও দাবি, কংগ্রেস শেষ। রাহুলের দল এভাবেই চলবে। যখন দেশের মানুষের দরকার, তখন নাইট ক্লাবে পার্টি করছেন।