বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে দ্বিতীয় দফায় জেরা শুরু করল শান্তিনিকেতন থানার পুলিস। আজ, বুধবার তাঁর বাসভবনে গিয়েছেন আধিকারিকরা। মূলত মোট পাঁচটি মামলা দায়ের হয়েছে বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশে গত সোমবার তিনটি মামলায় ইতিমধ্যেই তাঁকে জেরা করা হয়েছে। ওই দিন বাঙালি জাতি কাঁকরার জাত, দুর্গাপুজো নিয়ে অবমাননাকর মন্তব্য ও রাজ্য সরকারের রাস্তা আটকানোর প্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করা হয়। ওইদিন প্রতিটি মামলায় তাঁকে এক ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করে পুলিস। কিন্তু সেদিন তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার অভিযোগ ওঠে। এরপর আজ, বুধবার ফের নির্দিষ্ট সময়ে উপাচার্যের বাসভবন পূর্বিতায় জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছে পুলিস। শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়ের নেতৃত্বে এদিন তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদের জন্য গিয়েছেন। এদিনও জিজ্ঞাসাবাদের ভিডিও রেকর্ডিং করা হবে বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।