ক্রাইম জেলা

মদ্যপান করে মহিলা তৃণমূল নেত্রীর শ্লীলতাহানি, গ্রেফতার ভিলেজ পুলিশ অমিত পাল সহ ৩

তৃণমূল কংগ্রেসের এক মহিলা নেত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক ভিলেজ পুলিশ সহ ৩জনকে । ঘটনাটি ঘটেছে নদিয়ার চাপড়া থানা এলাকায় ৷ ধৃত ভিলেজ পুলিশের নাম অমিত পাল । তিনি চাপড়া থানাতেই কর্মরত ৷ জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত গত ৪ জুলাই ৷ স্থানীয় এক মহিলা তৃণমূল নেত্রী রাস্তা দিয়ে যাচ্ছিলেন । অভিযোগ, সেই সময় ওই এলাকাতেই মদ্যপানের আসর বসিয়েছিলেন ভিলেজ পুলিশ অমিত পাল সহ আরও কয়েকজন । ওই সময় তৃণমূল নেত্রীকে অমিত হাত ধরে টানাটানি করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ । তৃণমূল নেত্রীর দাবি, এই পরিস্থিতিতে সেখান থেকে কোনওরকমে পালিয়ে বাড়িতে চলে যান তিনি । সেখানেই শেষ নয় ৷ অভিযোগ, এরপরে মহিলার পিছু ধাওয়া করেন ভিলেজ পুলিশ অমিত পাল । মহিলার বাড়িতে গিয়ে তাঁর দরজায় ধাক্কাধাক্কি এবং লাথি মারেন তিনি । অভিযোগ, তিনি ঘর থেকে বাইরে বের করার চেষ্টা করেন তৃণমূল নেত্রীকে ৷ পুলিশ সূত্রে খবর, অমিত তাঁর বাড়িতে এসে জবরদস্তি করায় ওই মহিলা চাপড়া থানায় খবর দেন এবং ঘটনাস্থলে আসে চাপড়া থানার পুলিশ । কিন্তু পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অমিত ও তাঁর দলবল সেখান থেকে পালিয়ে যান । আর এরপরেই ওই মহিলা চাপড়া থানায় ভিলেজ পুলিশ অমিত পালের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । তৃণমূল নেত্রী তথা ওই মহিলার অভিযোগের ভিত্তিতে চাপড়া থানার পুলিশ মঙ্গলবার রাতে অমিত পাল-সহ আরও তিনজনকে গ্রেফতার করে । বুধবার ধৃত মূল অভিযুক্ত অমিত পাল ও আরও তিনজনকে কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয় । একই সঙ্গে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ ।এ বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল বলেন, “মূল অভিযুক্ত অমিত পাল-সহ আরও তিনজন গ্রেফতার হয়েছে । তাদেরকে ইতিমধ্যেই নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ । তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে । অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ৷”