হরিয়ানা বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়ছেন ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়া। বুধবার দুই কুস্তিগীর রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করতেই, নির্বাচনে তাঁদের লড়াইয়ের ইঙ্গিত মেলে। এবার কার্যত সেই খবরে শিলমোহর পড়ল। হরিয়ানার জুলনা এবং বদলি আসন থেকে লড়তে পারেন ভিনেশ এবং বজরং। ভিনেশ লড়তে পারেন জুলনায় এবং পুনিয়ার আসন হতে পারে বদলি। সূত্রের তরফে প্রাথমিকভাবে এমন খবর মেলে। তবে ভিনেশ জুলনা থেকে লড়তে চাইলেও, তাঁকে হরিয়ানার গুরুগ্রাম আসন ছাড়তে চাইছে হাত শিবির। এমন খবরও পাওয়া যায়। গুরুগ্রামের পরিবর্তে ভিনেশ যাতে জুলনায় লড়তে পারেন, তার জন্যই রাহুল গান্ধীর সঙ্গে বুধবার দিল্লিতে হাজির হয়ে অবসরপ্রাপ্ত কুস্তিগীর সাক্ষাৎ করেন বলে মনে করছে রাজনৈতিক মহল। হরিয়ানা বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেস প্রাথমিকভাবে যে ৬৬ আসনের তালিকা তৈরি করেছে, সেখানে আপাতত ভিনেশের নাম নেই বলে জানা যাচ্ছে। তবে ৯০ আসনের হরিয়ানা বিধানসভায় লড়তে শিগগিরই ভিনেশের আসন কংগ্রেসের তরফে স্থির করা হবে বলেই মনে করা হচ্ছে।